Adsence

thumbnail

আমি কি চাই 9

আমি কি চাই
9
Joy guru

বৎস ! তােরাই এখন আমার আশা ভরসা স্থল । তােরা যে কয়জন যুবকশিষ্য আছিস , আমি সতৃষ্ণ নয়নে তােদের ভবিষ্য - জীবনের প্রতি চাহিয়া আছি । এখনও সংসারের আবিলতা তাদের কোমল প্রাণকে কলুষিত করিতে পারে নাই । কিন্তু যে সময় মানুষ পশুতে কিম্বা দেবত্বে উন্নীত হয় , সেই সর্বনেশে সন্ধিকালে তোরা দণ্ডায়মান । এই সময় সাহস ও দৃঢ় অধ্যবসায়ের । সহিত আসক্তি - কণ্টকপূর্ণ বাধা - বিপ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরূপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা - জীবন বজ্রাহত তরুর ন্যায় যাপন করিতে হইবে । আমি তােদের প্রত্যেককে আদর্শ মনুষ্যরূপে দেখিতে চাই । মনুষ্যত্বলাভের প্রকৃত ও অকপট ইচ্ছা থাকিলে ভগবান তােমার সহায় — ধ্রুব সত্য । কোন কার্যে তােদের ঔদ্ধত্য বা অমানুষত্ব প্রকাশ পাইলে তােদের গুরুরই কলঙ্ক বিঘােষিত হইবে । আত্ম কর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবনির্ভরতা অবলম্বন করিবে । গুরু - নারায়ণজ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে ।

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

Pages

Need anything? Search here.

Powered by Blogger.