Nigamananda youva sangha
Joy guru Uttordinajpur nys
আমি কি চাই 27
Joyguru
কাহারও অন্যায় অত্যাচার সহ্য করিবে না ।
সেটা কাপুরুষের লক্ষণ । তােমরা কাহারও
উদ্বেগের কারণ হইবে না ।
কিন্তু কেহ উদ্বিগ্ন করিলে ন্যায়পথে থাকিয়া
যথাসাধ্য প্রতিকার করিবে ।
আর যে স্থানে , যে কাৰ্যেই চিত্ত থাক না কেন ,
নিজের স্বরূপ ভুলিও না ।
এ জগতের কিছুই তােমার নহে ।
তুমিও কাহারও নহ । দু ' দিনের জন্য রাজা
- প্রজা সাজিয়াছ মাত্র যে জন্য আসিয়াছ ,
তাহা সম্পন্ন করিয়া যাইতে পারিলেই পুরুষার্থ
নতুবা বিষয় - বিভব ভােগ সবই দু ’ দিনের
জলবুবুদ । তােমরা সন্ন্যাসীর - ত্যাগীর সন্তান ।
সুতরাং “ বৈরাগ্যমেবাভয়ম ” এই মূলমন্ত্র কখনও
ভুলিয়া যাইও না ।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments