আমি কি চাই
2
Joy guru |
তােমরা আপন ভুলিয়া প্রেম - ভক্তিতে হৃদয় পূর্ণ কর , গুরুর উপদেশ মত চরিত্র - গঠন কর ,
সংযত হত , পৃথিবীর নর-নারীকে ভাই-ভঙ্গী স্থানে জড়াইয়া ধর , রােগীর শুশ্রুষা কর , শোকগ্রস্তকে সান্ত্বনা প্রদান কর , দুঃখীর অশ্রু মুছাইয়া দাও , তাপিতকে বুকে কর , পাপীকে ঘৃণা না করিয়া তােমাদের প্রেমজলে তাহাদের পাপ - ময়লা ধুইয়া দাও । স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও - — ইহাই ধর্ম । | নতুবা চোখ - কান বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না , উহা জড়ের সাধনা মাত্র । | যে জীবকে কৃপা করিতে শিখে নাই , সে ভগবানের কৃপা পাইবে কিরূপে ? যে অন্যকে ক্ষমা করিতে জানে না , সে ভগবানের নিকট ক্ষমা পাইবার । যােগ্য নহে । যে জগৎকে ভালবাসিতে পারে না ,
সে ভগবানের ভালবাসা আশাও করিতে পারে । - না !
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments