আমি কি চাই
10
Joy guru |
তােমরা নূতন উদ্যম - উৎসাহে নূতন বৎসরের কর্ম করার জন্য প্রস্তুত হও । তােমাদের বাহুতে শক্তি হৃদয়ে ভক্তির বিকাশ হােক , শত বাধাবিঘ্ন অতিক্রম করে তােমরা ঠাকুরের নির্দেশিত পথে চালৃবার ক্ষমতা লাভ কর । তােমরা জেনে রাখ টাকা পয়সাই বড় নয় , বড় হচ্ছে মানুষ । আমি তােমাদের কাছে টাকা পয়সা চাই না , আমি চাই তােমরা মানুষ হয়ে ওঠ । টাকা পয়সা খুজলেই পাওয়া যায় , জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে , কিন্তু মানুষ পাওয়া দুর্লভ , মনুষ্যত্ব অর্জন করা বড় কঠিন । আমি চাই তােমরা তিলে তিলে মানূষ হয়ে ওঠ , তােমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহবিক্রমে জেগে উঠুন ।
6:00:00 am
Tags :
joy guru
,
Uttardinajpur nys
,
আমি কি চাই 10
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments