Adsence

thumbnail

Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 27

Nigamananda youva sangha
 Joy guru Uttordinajpur nys 


আমি কি চাই 27
Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS  আমি কি চাই 27

Joyguru

কাহারও অন্যায় অত্যাচার সহ্য করিবে না ।
সেটা কাপুরুষের লক্ষণ । তােমরা কাহারও 
উদ্বেগের কারণ হইবে না ।
কিন্তু কেহ উদ্বিগ্ন করিলে ন্যায়পথে থাকিয়া
যথাসাধ্য প্রতিকার করিবে ।
আর যে স্থানে , যে কাৰ্যেই চিত্ত থাক না কেন ,
নিজের স্বরূপ ভুলিও না ।
এ জগতের কিছুই তােমার নহে ।
তুমিও কাহারও নহ । দু ' দিনের জন্য রাজা
- প্রজা সাজিয়াছ মাত্র যে জন্য আসিয়াছ ,
তাহা সম্পন্ন করিয়া যাইতে পারিলেই পুরুষার্থ
নতুবা বিষয় - বিভব ভােগ সবই দু ’ দিনের
জলবুবুদ । তােমরা সন্ন্যাসীর - ত্যাগীর সন্তান ।
সুতরাং “ বৈরাগ্যমেবাভয়ম ” এই মূলমন্ত্র কখনও
ভুলিয়া যাইও না ।
thumbnail

Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 26

Nigamananda youva sangha
 Joy guru Uttordinajpur nys 


আমি কি চাই 26
Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS  আমি কি চাই 26
Joyguru

Joyguru

গৃহস্থের স্বামীসেবা , সন্তান - পালন স্বধর্ম , সুতরাং
তোমাদের সাধন - ভজনের সময় অল্প , সেই
জন্য সর্বদা জপ কর অভ্যাস করিবে ।
সর্বান্তঃ করণে ভগবানে নির্ভর ব্যতীত তােমাদের
উপায় নাই । প্রকৃত সংসারী হও । জগজ্জননীও যে ।
সংসারী !

Joy guru

thumbnail

Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 25


Nigamananda youva sanghaJoy guru Uttordinajpur nys

আমি কি চাই 25


Joyguru

আদর্শ স্বামী , আদর্শ পিতার কর্তব্য পালন  করিয়া
আদর্শ গৃহীরূপে সংসারে প্রতিষ্ঠিত হও । 
আমিও এই কামনা লইয়া গুরুগিরির অভিমান
বহন করিতেছি । প্রতি শিষ্য - হৃদয়ে ভগবদর্শনের
আকাক্ষা লইয়া প্রতীক্ষা করিতেছি ।
তােদের প্রতি ঘরে আবার শঙ্কর - গৌরাঙ্গ আবিভূত
হউন ।

Joy guru



thumbnail

Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 24


Joy guru Uttordinajpur nysNigamananda youva sangha


Joy guru nigamananda
Joy guru
আমি কি চাই 24

Joy guru

আদর্শ গার্হস্থ্য জীবন প্রতিষ্ঠাই আমার মুখ্য উদ্দেশ্য ।
দেশে এইটা আগে ছিল বলে তখন শান্তি আনন্দ ঘরে
ঘরে ছিল ,
দেশ সব দিক দিয়ে শীর্ষ স্থানে গিয়েছিল ।
আজ তা নাই বলেই এই অধঃপতন । প্রাচীন
ঋষিগণ- প্রবর্তিত পথে চলে আবার তােমরা আদর্শ গৃহস্থ হও - এই আমার আশা এবং আশীৰ্বাদ ।

Joy guru



thumbnail

Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 23

Joy guruUttordinajpur nys
Nigamananda youva sangha


Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 23
Joy guru

আমি কি চাই 23

 Joy guru

 এই যে শঙ্কর - গৌরাঙ্গ , এদের ভাবধারা নিয়ে
 আমার আসন - প্রতিষ্ঠা ।
 তােমরাও চিত্ত-শুদ্ধি দ্বারা এইরূপ নিজেদের অন্তরে শ্রীগুরুর আসন প্রতিষ্ঠা করে চিরশান্তি লাভ কর — এই আমার আশীর্বাদ ।
 Joy guru
thumbnail

Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 22


Joy guru
Uttordinajpur nys 
Nigamananda youva sangha


Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 22
Joybguru


আমি কি চাই 2
2

Joy guru

তােমরা তােমাদের মধ্যের ক্ষুদ্রত্ব , নীচত্ব , হিংসাদ্বেষ
এ সব ভুলে গিয়ে একপ্রাণ হও আর মঠাশ্রমকে রক্ষা
কর । শুধু রক্ষা নয় , প্রকাশিত ভাবে এর বিকাশ
করে তােল । তার জন্য আজ থেকেই সকলকে প্রস্তুত
হতে হবে । এ একার মধ্য দিয়ে নয় , সমষ্টির মধ্য দিয়ে প্রকাশ হবে ।
Joy guru


thumbnail

Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 21

Joy guru
Uttordinajpur nys 
Nigamananda youva sangha


Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 21
Joy guru

আমি কি চাই 21

Joy guru

আমি চাই তােমরা সকলেই বাঘ হও ,
অপ্রতিহতবীৰ্য হও । আমি চাই তােমরা আমার
চাইতে বড় হয়ে ওঠ । পুত্র হতে , শিষ্য হতে
পরাজয়ের আকাক্ষা সকল পিতা—সকল গুরুই
করে থাকেন । তাতে পিতা এবং গুরুর গৌরবই
বেড়ে যায় । আমিও তাই চাই , বাঘের সন্তান
বাঘ হয়ে ওঠ , এক নিগমানন্দ স্থলে তােমরা শত
নিগমানন্দ হয়ে যাও ।
Joyguru
thumbnail

Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 20

Joy guru
Uttordinajpur nys 
Nigamananda youva sangha

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 20
Joy guru

আমি কি চাই 20


Joy guru

আমি তােমাদের মধ্যে ভগবানকেই দেখতে চাই ।
আর সত্য সত্যই তােমরা ভগবান ।
তােমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে ,
তােমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে ,
এই  অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহধারণ করে আছি ।
আমি ভগবানকে তােদের মধ্যে দেখে কৃতকৃতার্থ ও
চরিতার্থ হয়ে যাই , আমার গুরুগিরির সার্থকতা
হােক , এই আমার শেষ ইচ্ছা ,
আর এ ইচ্ছা ফলবতী হবেই হবে ।
Joy guru
thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 19

Joy Guru UttarDinajpur nigamanandaYuva sangha

Joy guru

আমি কি চাই 19

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 19
Joy guru


Joy guru


আমি তােদের প্রত্যেকের মাঝে ভগবদ্দর্শন করতে চাই ।
তােদের দেহ ভগবানের মন্দির ।
 এ মন্দিরকে তােরা কলুষিত করিস্ না ।
Joy guru
thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 18


Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 18
Joy guru

আমি কি চাই 18


Joy guru
তােমরা আমার প্রাণতুল্য স্নেহের পাত্র ।
শিষ্য করা সদ্গুরুর ব্যবসা নহে — প্রাণের প্রেরণা ।
শিষ্য - হৃদয়ে শীভগবানের বিকাশ দেখিবার । আশাতেই গুরুদেব শিষ্যের ভার গ্রহণ করেন । আমিও তােমাদের ভিতর ভগবদর্শনের আশা লইয়াই প্রতীক্ষা করিতেছি ।

Joy guru

thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 17


Joy Guru 

UttarDinajpur nigamanandaYuva sangha 

Joy guru

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 17
Joy guru

আমি কি চাই 17




Joy guru
আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ ।
আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ 
বিসর্জন দিতে পারি ।
আশা আছে , আশ্রম হইতে কালে শত শত
নিগমানন্দের বিকাশ হইবে ।
  বৎস ! তাের আমার সেই আশ্রমের রক্ষক ।
  আশা আছে আমার প্রাণ তুল্য আশ্রমকে অবহেলা
  করিয়া তােরা কেহ আমার প্রাণহন্তারক হবি না ।

  Joy guru



thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 16


Joy GuruUttarDinajpur nigamanandaYuva sanghaJoy guru

আমি কি চাই 16

Joy guru
Joy guru


Joy guru

স্থলে যােগ না হইলে অন্তরে যােগ হইবে কিরূপে ?
আমাতে আত্মবিসৰ্জ্জন ও আমার কর্মে
আত্মবিসর্জন একই কথা । তোমরা আমার কর্মে আত্মাহুতি দাও । 
Joy guru


thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 15


Joy Guru

UttarDinajpur nigamananda

Yuva sangha

Joy guru

আমি কি চাই 15

Joy Guru  UttarDinajpur nigamananda  Yuva sangha
Joy guru


Joy guru

মঠ - আশ্রমে তােদের কাজ নয় , তােদর কাজ | গৃহস্থদের মধ্যে । মঠ-আশ্রম তােদের বিশ্রাম - স্থল
আর শক্তিকেন্দ্র । এখান হতে শক্তি সঞ্চয় করে নিয়ে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে ছুটে যা তােরা গৃহস্থদের জাগাতে । তাদের হতাশ প্রাণে আশার আলাে জ্বেলে দে , তাদের সঙ্গে ভ্ৰাতৃভাবে মিশে এক প্রাণ হ , তাদের হৃদয়ে হৃদয় মিশিয়ে আনন্দের বাণী শুনিয়ে তাদের টেনে তােল । আমার উদ্দেশ্য দেশের মাঝে আদর্শ গৃহস্থ গড়ে | উঠুক , তাের তার চেষ্টা কর — সহায়তা কর । তােদের এ ছাড়া কোন কাজ নাই ।
Joy guru


thumbnail

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 14


Joy GuruUttarDinajpurnigamanandaYuvaSangha


Joy guru

Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 14
Joy guru


আমি কি চাই 14

Joy guru বৎস ! তােমাদের মত বালক - ভক্তগণের উপর
আমি অনেক আশা করিতেছি ।
তােমরা যে-দিন শিক্ষা সম্পূর্ণ করিয়া কর্মক্ষেত্রে
অবতীর্ণ হইবে , তখন আমরা সর্বপ্রকারে
পূর্ণতা লাভ করিব ।
দশ বৎসরের মধ্যেই এই মঠের সেবকগণ বেদান্ত
প্রচারার্থ জগতে বাহির হইতে পারিবে বলিয়া
আমি মনে করি ।
প্রার্থনা করি , শ্রী গুরুদেব তােমাদের প্রাণে তদনুরূপ
শক্তি - ভক্তি প্রদান করুন ।

Joy guru


thumbnail

Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই 13


Joy GuruUttarDinajpurnigamanandaYuvaSangha 

Joy guru

আমি কি চাই

13
Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই 13



Joy guru

এই উপস্থিত সাম্য ও উদার যুগে বেদান্তধর্ম 
ব্যতীত আর কোন্ ধর্ম সকলের সমানভাবে তৃপ্তি
সাধন করিবে ? সেই জন্য বাঙ্গালার সুদূর প্রান্তে 
মঠ স্থাপন করা হইয়াছে । লােক - সমাজে কেবল
গােলে হরিবােল না দিয়া যাহাতে বেদান্তবিদ্ গুরুর 
বিকাশ হয় , তজ্জন্য অনাথ আশ্রম ও মঠের প্রতিষ্ঠা এবং জগদগুরু তাহার পরিচালক ।
Joy guru


thumbnail

Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই 12

Joy Guru

UttarDinajpur

nigamananda

Yuva

Sangha 

Joy guru

আমি কি চাই

12
Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই

Joy guru

সেবা - সহায়ে চিত্তশুদ্ধিপ্রয়াসী সেবক তােমরা , আর চিত্তশুদ্ধিই সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির
লোপান সুতরাং স্ব - স্ব অধিকারানুরূপ যে কোন ভাবে নর - রূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলে দৃপাত না করিয়া কৰ্ত্তব্য কর্ম করিয়া যাও । তােমাদের শ্রীগুরু - সেবা ইহা দ্বারাই সার্থক হইবে ।

Joy guru
thumbnail

আমি কি চাই 11

আমি কি চাই
11
Joy guru

আমি তােমাদের কাছে কিছু চাই না , তােমাদের আশ্রম - মঠ চাই না , তােমাদের কাছে কোন কিছু কাজ পাবারও দাবী রাখি না । আমি শুধু এই ভিক্ষা করছি — তােমরা মানুষ হও । আমি তােমাদের কাছে মনুষ্যত্ব , দেবত্ব , ঈশ্বরত্ব , ব্ৰহ্মত্বের ভিখারী ! তােমরা মানুষ হও , দেবতা হও , ঈশ্বর হও , ব্ৰহ্ম হও , এই আমার আশা এবং আশীর্বাদ ।
thumbnail

আমি কি চাই 10

আমি কি চাই 
10
Joy guru


তােমরা নূতন উদ্যম - উৎসাহে নূতন বৎসরের কর্ম করার জন্য প্রস্তুত হও । তােমাদের বাহুতে শক্তি হৃদয়ে ভক্তির বিকাশ হােক , শত বাধাবিঘ্ন অতিক্রম করে তােমরা ঠাকুরের নির্দেশিত পথে চালৃবার ক্ষমতা লাভ কর । তােমরা জেনে রাখ টাকা পয়সাই বড় নয় , বড় হচ্ছে মানুষ । আমি তােমাদের কাছে টাকা পয়সা চাই না , আমি চাই তােমরা মানুষ হয়ে ওঠ । টাকা পয়সা খুজলেই পাওয়া যায় , জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে , কিন্তু মানুষ পাওয়া দুর্লভ , মনুষ্যত্ব অর্জন করা বড় কঠিন । আমি চাই তােমরা তিলে তিলে মানূষ হয়ে ওঠ , তােমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহবিক্রমে জেগে উঠুন ।
thumbnail

আমি কি চাই 9

আমি কি চাই
9
Joy guru

বৎস ! তােরাই এখন আমার আশা ভরসা স্থল । তােরা যে কয়জন যুবকশিষ্য আছিস , আমি সতৃষ্ণ নয়নে তােদের ভবিষ্য - জীবনের প্রতি চাহিয়া আছি । এখনও সংসারের আবিলতা তাদের কোমল প্রাণকে কলুষিত করিতে পারে নাই । কিন্তু যে সময় মানুষ পশুতে কিম্বা দেবত্বে উন্নীত হয় , সেই সর্বনেশে সন্ধিকালে তোরা দণ্ডায়মান । এই সময় সাহস ও দৃঢ় অধ্যবসায়ের । সহিত আসক্তি - কণ্টকপূর্ণ বাধা - বিপ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরূপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা - জীবন বজ্রাহত তরুর ন্যায় যাপন করিতে হইবে । আমি তােদের প্রত্যেককে আদর্শ মনুষ্যরূপে দেখিতে চাই । মনুষ্যত্বলাভের প্রকৃত ও অকপট ইচ্ছা থাকিলে ভগবান তােমার সহায় — ধ্রুব সত্য । কোন কার্যে তােদের ঔদ্ধত্য বা অমানুষত্ব প্রকাশ পাইলে তােদের গুরুরই কলঙ্ক বিঘােষিত হইবে । আত্ম কর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবনির্ভরতা অবলম্বন করিবে । গুরু - নারায়ণজ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে ।
thumbnail

আমি কি চাই 8

আমিআমি কি চাই 
8
Joy guru

যাহাতে আমার উদ্দেশ্যমত শ্রীশ্রীজগদগুরুর পূজা , সনাতন ধর্ম - প্রচার , সৎশিক্ষা বিস্তার ও আর্ত - ক্লিষ্ট রুগ্ন দরিদ্র - নারায়ণের সেবা হয় সেই সম্বন্ধে তােমরা বিশেষ যত্নবান হইবে । তজ্জন্য আবশ্যকমত গৃহনির্মাণ , পুষ্করিণী খনন , ঋষি
বিদ্যালয় স্থাপন , সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন স্থানে নূতন শাখশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি যাবতীয় কাৰ্য করিতে পারিবে । ।
thumbnail

আমি কি চাই 6

আমি কি চাই 
6
Joy guru

আত্মজ্ঞানে কিম্বা নারায়ণজ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও , পরের উপকার করিতে কুষ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে
আধ্যাত্মিক শক্তি লাভ হয় না । জীবসেবাই কলির একমাত্র ধর্ম ।
thumbnail

আমি কি চাই 5

আমি কি চাই
5

নরই সাক্ষাৎ নারায়ণ , নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না । তাই গার্হস্থ্য ধর্মের এত মাহাত্ম্য । আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিলাইতে হইবে । স্ত্রী - পুত্রের দ্বারা প্রথম প্রাণে
 সে বীজ উপ্ত হয় , পরে বিশ্বের কীট - পতঙ্গে সম  প্রাণতা আইসে । তখন ভগবান্ যাচিয়া দয়া করিয়া থাকেন , নতুবা , মুখের প্রার্থনায় তাঁহার সিংহাসন টলে না । আশীর্বাদ করি , তােমাদের প্রাণের দ্বার খুলিয়া যাউক , আত্মসত্তা বিশ্বসত্তায় পরিণত হউক । তােমরা বিশ্বের মঙ্গলে বিশ্বের  সেবায় আত্মহারা পাগলহারা হইয়া যাও ।

Joy guru
thumbnail

আমি কি চাই 4

আমি কি চাই
4
Joy guru

আমি চাই - - - ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে — এদের মধ্যে সেই ঋষি যুগের মহান্ আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে , সেযুগের ঋষিদের মত মানব - জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপজ্ঞান দান করতে । আমাদের সঙ্ঘের | এই উদ্দেশ্য ।
Joy guru
thumbnail

আমি কি চাই 2

আমি কি চাই
2
Joy guru

তােমরা আপন ভুলিয়া প্রেম - ভক্তিতে হৃদয় পূর্ণ কর , গুরুর উপদেশ মত চরিত্র - গঠন কর ,
সংযত হত , পৃথিবীর নর-নারীকে ভাই-ভঙ্গী স্থানে জড়াইয়া ধর , রােগীর শুশ্রুষা কর , শোকগ্রস্তকে সান্ত্বনা প্রদান কর , দুঃখীর অশ্রু মুছাইয়া দাও , তাপিতকে বুকে কর , পাপীকে ঘৃণা না করিয়া তােমাদের প্রেমজলে তাহাদের পাপ - ময়লা ধুইয়া দাও । স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও - — ইহাই ধর্ম । | নতুবা চোখ - কান বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না , উহা জড়ের সাধনা মাত্র । | যে জীবকে কৃপা করিতে শিখে নাই , সে ভগবানের কৃপা পাইবে কিরূপে ? যে অন্যকে ক্ষমা করিতে জানে না , সে ভগবানের নিকট ক্ষমা পাইবার । যােগ্য নহে । যে জগৎকে ভালবাসিতে পারে না ,
সে ভগবানের ভালবাসা আশাও করিতে পারে । - না !
thumbnail

আমি কি চাই 1

আমি কি চাই 

ভারতবর্ষ ধর্মের দেশ । তােমর ধর্মে উন্নত হও , জগতে তােমরা গুরুর স্থান অধিকার কর ।
 পাশ্চাত্য জগৎ ঐহিক উন্নতি করছে ।
  তােমরা তাদের সঙ্গে নিজ নিজ সম্পদ আদান - প্রদান কর ।




thumbnail

আমি কি চাই

আমি কি চাই 


তোদের কাছে আমি কিছুই চাই না ।
 কেবল তােদের একটু হাসিমুখ দেখতে চাই ।
  তােরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়।
   | প্রত্যেকেই যদি বাজে জিনিষ দিয়ে 
   তোদের হৃদয় পুরে রাখিস্ তবে আমি
   বসব কোথায় ?
   আমার জন্য একটু জায়গা রাখিস্

Joy guru


About

Pages

Need anything? Search here.

Powered by Blogger.