Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 27
Nigamananda youva sangha
Joy guru Uttordinajpur nys
আমি কি চাই 27
Joyguru
কাহারও অন্যায় অত্যাচার সহ্য করিবে না ।
সেটা কাপুরুষের লক্ষণ । তােমরা কাহারও
উদ্বেগের কারণ হইবে না ।
কিন্তু কেহ উদ্বিগ্ন করিলে ন্যায়পথে থাকিয়া
যথাসাধ্য প্রতিকার করিবে ।
আর যে স্থানে , যে কাৰ্যেই চিত্ত থাক না কেন ,
নিজের স্বরূপ ভুলিও না ।
এ জগতের কিছুই তােমার নহে ।
তুমিও কাহারও নহ । দু ' দিনের জন্য রাজা
- প্রজা সাজিয়াছ মাত্র যে জন্য আসিয়াছ ,
তাহা সম্পন্ন করিয়া যাইতে পারিলেই পুরুষার্থ
নতুবা বিষয় - বিভব ভােগ সবই দু ’ দিনের
জলবুবুদ । তােমরা সন্ন্যাসীর - ত্যাগীর সন্তান ।
সুতরাং “ বৈরাগ্যমেবাভয়ম ” এই মূলমন্ত্র কখনও
ভুলিয়া যাইও না ।
Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 26
Nigamananda youva sangha
Joy guru Uttordinajpur nys
আমি কি চাই 26
Joyguru |
Joyguru
গৃহস্থের স্বামীসেবা , সন্তান - পালন স্বধর্ম , সুতরাং
তোমাদের সাধন - ভজনের সময় অল্প , সেই
জন্য সর্বদা জপ কর অভ্যাস করিবে ।
সর্বান্তঃ করণে ভগবানে নির্ভর ব্যতীত তােমাদের
উপায় নাই । প্রকৃত সংসারী হও । জগজ্জননীও যে ।
সংসারী !
Joy guru
Nigamananda Yuva Sangha Joy Guru - UttarDinajpur NYS আমি কি চাই 25
Nigamananda youva sanghaJoy guru Uttordinajpur nys
আমি কি চাই 25
Joyguru
আদর্শ স্বামী , আদর্শ পিতার কর্তব্য পালন করিয়া
আদর্শ গৃহীরূপে সংসারে প্রতিষ্ঠিত হও ।
আমিও এই কামনা লইয়া গুরুগিরির অভিমান
বহন করিতেছি । প্রতি শিষ্য - হৃদয়ে ভগবদর্শনের
আকাক্ষা লইয়া প্রতীক্ষা করিতেছি ।
তােদের প্রতি ঘরে আবার শঙ্কর - গৌরাঙ্গ আবিভূত
হউন ।
Joy guru
Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 24
Joy guru Uttordinajpur nysNigamananda youva sangha
Joy guru |
আমি কি চাই 24
Joy guru
আদর্শ গার্হস্থ্য জীবন প্রতিষ্ঠাই আমার মুখ্য উদ্দেশ্য ।দেশে এইটা আগে ছিল বলে তখন শান্তি আনন্দ ঘরে
ঘরে ছিল ,
দেশ সব দিক দিয়ে শীর্ষ স্থানে গিয়েছিল ।
আজ তা নাই বলেই এই অধঃপতন । প্রাচীন
ঋষিগণ- প্রবর্তিত পথে চলে আবার তােমরা আদর্শ গৃহস্থ হও - এই আমার আশা এবং আশীৰ্বাদ ।
Joy guru
Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 23
Joy guruUttordinajpur nys
Nigamananda youva sangha
Joy guru |
আমি কি চাই 23
Joy guru
এই যে শঙ্কর - গৌরাঙ্গ , এদের ভাবধারা নিয়ে
আমার আসন - প্রতিষ্ঠা ।
তােমরাও চিত্ত-শুদ্ধি দ্বারা এইরূপ নিজেদের অন্তরে শ্রীগুরুর আসন প্রতিষ্ঠা করে চিরশান্তি লাভ কর — এই আমার আশীর্বাদ ।
Joy guru
Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 22
Joy guru
Uttordinajpur nys
Nigamananda youva sangha
Joybguru |
আমি কি চাই 22
Joy guru
তােমরা তােমাদের মধ্যের ক্ষুদ্রত্ব , নীচত্ব , হিংসাদ্বেষ
এ সব ভুলে গিয়ে একপ্রাণ হও আর মঠাশ্রমকে রক্ষা
কর । শুধু রক্ষা নয় , প্রকাশিত ভাবে এর বিকাশ
করে তােল । তার জন্য আজ থেকেই সকলকে প্রস্তুত
হতে হবে । এ একার মধ্য দিয়ে নয় , সমষ্টির মধ্য দিয়ে প্রকাশ হবে ।
Joy guru
Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 21
Joy guru
Uttordinajpur nys
Nigamananda youva sangha
Joy guru |
আমি কি চাই 21
Joy guru
আমি চাই তােমরা সকলেই বাঘ হও ,
অপ্রতিহতবীৰ্য হও । আমি চাই তােমরা আমার
চাইতে বড় হয়ে ওঠ । পুত্র হতে , শিষ্য হতে
পরাজয়ের আকাক্ষা সকল পিতা—সকল গুরুই
করে থাকেন । তাতে পিতা এবং গুরুর গৌরবই
বেড়ে যায় । আমিও তাই চাই , বাঘের সন্তান
বাঘ হয়ে ওঠ , এক নিগমানন্দ স্থলে তােমরা শত
নিগমানন্দ হয়ে যাও ।
Joyguru
Joy Guru - UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 20
Joy guru
Uttordinajpur nys
Nigamananda youva sangha
Joy guru |
আমি কি চাই 20
Joy guru
আমি তােমাদের মধ্যে ভগবানকেই দেখতে চাই ।
আর সত্য সত্যই তােমরা ভগবান ।
তােমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে ,
তােমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে ,
এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহধারণ করে আছি ।
আমি ভগবানকে তােদের মধ্যে দেখে কৃতকৃতার্থ ও
চরিতার্থ হয়ে যাই , আমার গুরুগিরির সার্থকতা
হােক , এই আমার শেষ ইচ্ছা ,
আর এ ইচ্ছা ফলবতী হবেই হবে ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 19
Joy Guru UttarDinajpur nigamanandaYuva sangha
Joy guru
আমি কি চাই 19
Joy guru |
Joy guru
আমি তােদের প্রত্যেকের মাঝে ভগবদ্দর্শন করতে চাই ।
তােদের দেহ ভগবানের মন্দির ।
এ মন্দিরকে তােরা কলুষিত করিস্ না ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 18
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha
Joy guru |
আমি কি চাই 18
Joy guru
তােমরা আমার প্রাণতুল্য স্নেহের পাত্র ।
শিষ্য করা সদ্গুরুর ব্যবসা নহে — প্রাণের প্রেরণা ।
শিষ্য - হৃদয়ে শীভগবানের বিকাশ দেখিবার । আশাতেই গুরুদেব শিষ্যের ভার গ্রহণ করেন । আমিও তােমাদের ভিতর ভগবদর্শনের আশা লইয়াই প্রতীক্ষা করিতেছি ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 17
Joy Guru
UttarDinajpur nigamanandaYuva sangha
Joy guru
Joy guru |
আমি কি চাই 17
Joy guru
আশ্রমের কাছে আমার প্রাণটা তুচ্ছ ।
আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ
বিসর্জন দিতে পারি ।
আশা আছে , আশ্রম হইতে কালে শত শত
নিগমানন্দের বিকাশ হইবে ।
বৎস ! তাের আমার সেই আশ্রমের রক্ষক ।
আশা আছে আমার প্রাণ তুল্য আশ্রমকে অবহেলা
করিয়া তােরা কেহ আমার প্রাণহন্তারক হবি না ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 16
Joy GuruUttarDinajpur nigamanandaYuva sanghaJoy guru
আমি কি চাই 16
Joy guru |
Joy guru
স্থলে যােগ না হইলে অন্তরে যােগ হইবে কিরূপে ?
আমাতে আত্মবিসৰ্জ্জন ও আমার কর্মে
আত্মবিসর্জন একই কথা । তোমরা আমার কর্মে আত্মাহুতি দাও ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 15
Joy Guru
UttarDinajpur nigamananda
Yuva sangha
Joy guru
আমি কি চাই 15
Joy guru |
Joy guru
মঠ - আশ্রমে তােদের কাজ নয় , তােদর কাজ | গৃহস্থদের মধ্যে । মঠ-আশ্রম তােদের বিশ্রাম - স্থল
আর শক্তিকেন্দ্র । এখান হতে শক্তি সঞ্চয় করে নিয়ে ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয়ে ছুটে যা তােরা গৃহস্থদের জাগাতে । তাদের হতাশ প্রাণে আশার আলাে জ্বেলে দে , তাদের সঙ্গে ভ্ৰাতৃভাবে মিশে এক প্রাণ হ , তাদের হৃদয়ে হৃদয় মিশিয়ে আনন্দের বাণী শুনিয়ে তাদের টেনে তােল । আমার উদ্দেশ্য দেশের মাঝে আদর্শ গৃহস্থ গড়ে | উঠুক , তাের তার চেষ্টা কর — সহায়তা কর । তােদের এ ছাড়া কোন কাজ নাই ।
Joy guru
Joy Guru UttarDinajpur Nigamananda Yuva Sangha আমি কি চাই 14
Joy GuruUttarDinajpurnigamanandaYuvaSangha
Joy guru
Joy guru |
আমি কি চাই 14
Joy guru বৎস ! তােমাদের মত বালক - ভক্তগণের উপর
আমি অনেক আশা করিতেছি ।
তােমরা যে-দিন শিক্ষা সম্পূর্ণ করিয়া কর্মক্ষেত্রে
অবতীর্ণ হইবে , তখন আমরা সর্বপ্রকারে
পূর্ণতা লাভ করিব ।
দশ বৎসরের মধ্যেই এই মঠের সেবকগণ বেদান্ত
প্রচারার্থ জগতে বাহির হইতে পারিবে বলিয়া
আমি মনে করি ।
প্রার্থনা করি , শ্রী গুরুদেব তােমাদের প্রাণে তদনুরূপ
শক্তি - ভক্তি প্রদান করুন ।
আমি অনেক আশা করিতেছি ।
তােমরা যে-দিন শিক্ষা সম্পূর্ণ করিয়া কর্মক্ষেত্রে
অবতীর্ণ হইবে , তখন আমরা সর্বপ্রকারে
পূর্ণতা লাভ করিব ।
দশ বৎসরের মধ্যেই এই মঠের সেবকগণ বেদান্ত
প্রচারার্থ জগতে বাহির হইতে পারিবে বলিয়া
আমি মনে করি ।
প্রার্থনা করি , শ্রী গুরুদেব তােমাদের প্রাণে তদনুরূপ
শক্তি - ভক্তি প্রদান করুন ।
Joy guru
Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই 13
Joy GuruUttarDinajpurnigamanandaYuvaSangha
Joy guru
আমি কি চাই
13
Joy guru
এই উপস্থিত সাম্য ও উদার যুগে বেদান্তধর্ম
ব্যতীত আর কোন্ ধর্ম সকলের সমানভাবে তৃপ্তি
সাধন করিবে ? সেই জন্য বাঙ্গালার সুদূর প্রান্তে
মঠ স্থাপন করা হইয়াছে । লােক - সমাজে কেবল
গােলে হরিবােল না দিয়া যাহাতে বেদান্তবিদ্ গুরুর
বিকাশ হয় , তজ্জন্য অনাথ আশ্রম ও মঠের প্রতিষ্ঠা এবং জগদগুরু তাহার পরিচালক ।
Joy guru
Joy Guru UttarDinajpur nigamananda Yuva Sangha আমি কি চাই 12
Joy Guru
UttarDinajpur
nigamananda
Yuva
Sangha
Joy guru
আমি কি চাই
12
Joy guru
সেবা - সহায়ে চিত্তশুদ্ধিপ্রয়াসী সেবক তােমরা , আর চিত্তশুদ্ধিই সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির
লোপান সুতরাং স্ব - স্ব অধিকারানুরূপ যে কোন ভাবে নর - রূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলে দৃপাত না করিয়া কৰ্ত্তব্য কর্ম করিয়া যাও । তােমাদের শ্রীগুরু - সেবা ইহা দ্বারাই সার্থক হইবে ।
Joy guru
আমি কি চাই 11
আমি কি চাই
11
Joy guru |
আমি তােমাদের কাছে কিছু চাই না , তােমাদের আশ্রম - মঠ চাই না , তােমাদের কাছে কোন কিছু কাজ পাবারও দাবী রাখি না । আমি শুধু এই ভিক্ষা করছি — তােমরা মানুষ হও । আমি তােমাদের কাছে মনুষ্যত্ব , দেবত্ব , ঈশ্বরত্ব , ব্ৰহ্মত্বের ভিখারী ! তােমরা মানুষ হও , দেবতা হও , ঈশ্বর হও , ব্ৰহ্ম হও , এই আমার আশা এবং আশীর্বাদ ।
আমি কি চাই 10
আমি কি চাই
10
Joy guru |
তােমরা নূতন উদ্যম - উৎসাহে নূতন বৎসরের কর্ম করার জন্য প্রস্তুত হও । তােমাদের বাহুতে শক্তি হৃদয়ে ভক্তির বিকাশ হােক , শত বাধাবিঘ্ন অতিক্রম করে তােমরা ঠাকুরের নির্দেশিত পথে চালৃবার ক্ষমতা লাভ কর । তােমরা জেনে রাখ টাকা পয়সাই বড় নয় , বড় হচ্ছে মানুষ । আমি তােমাদের কাছে টাকা পয়সা চাই না , আমি চাই তােমরা মানুষ হয়ে ওঠ । টাকা পয়সা খুজলেই পাওয়া যায় , জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে , কিন্তু মানুষ পাওয়া দুর্লভ , মনুষ্যত্ব অর্জন করা বড় কঠিন । আমি চাই তােমরা তিলে তিলে মানূষ হয়ে ওঠ , তােমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহবিক্রমে জেগে উঠুন ।
আমি কি চাই 9
আমি কি চাই
9
Joy guru |
বৎস ! তােরাই এখন আমার আশা ভরসা স্থল । তােরা যে কয়জন যুবকশিষ্য আছিস , আমি সতৃষ্ণ নয়নে তােদের ভবিষ্য - জীবনের প্রতি চাহিয়া আছি । এখনও সংসারের আবিলতা তাদের কোমল প্রাণকে কলুষিত করিতে পারে নাই । কিন্তু যে সময় মানুষ পশুতে কিম্বা দেবত্বে উন্নীত হয় , সেই সর্বনেশে সন্ধিকালে তোরা দণ্ডায়মান । এই সময় সাহস ও দৃঢ় অধ্যবসায়ের । সহিত আসক্তি - কণ্টকপূর্ণ বাধা - বিপ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরূপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা - জীবন বজ্রাহত তরুর ন্যায় যাপন করিতে হইবে । আমি তােদের প্রত্যেককে আদর্শ মনুষ্যরূপে দেখিতে চাই । মনুষ্যত্বলাভের প্রকৃত ও অকপট ইচ্ছা থাকিলে ভগবান তােমার সহায় — ধ্রুব সত্য । কোন কার্যে তােদের ঔদ্ধত্য বা অমানুষত্ব প্রকাশ পাইলে তােদের গুরুরই কলঙ্ক বিঘােষিত হইবে । আত্ম কর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবনির্ভরতা অবলম্বন করিবে । গুরু - নারায়ণজ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে ।
আমি কি চাই 8
আমিআমি কি চাই
8
Joy guru |
যাহাতে আমার উদ্দেশ্যমত শ্রীশ্রীজগদগুরুর পূজা , সনাতন ধর্ম - প্রচার , সৎশিক্ষা বিস্তার ও আর্ত - ক্লিষ্ট রুগ্ন দরিদ্র - নারায়ণের সেবা হয় সেই সম্বন্ধে তােমরা বিশেষ যত্নবান হইবে । তজ্জন্য আবশ্যকমত গৃহনির্মাণ , পুষ্করিণী খনন , ঋষি
বিদ্যালয় স্থাপন , সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন স্থানে নূতন শাখশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি যাবতীয় কাৰ্য করিতে পারিবে । ।
আমি কি চাই 6
আমি কি চাই
6
Joy guru |
আত্মজ্ঞানে কিম্বা নারায়ণজ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও , পরের উপকার করিতে কুষ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে
আধ্যাত্মিক শক্তি লাভ হয় না । জীবসেবাই কলির একমাত্র ধর্ম ।
আমি কি চাই 5
আমি কি চাই
5
নরই সাক্ষাৎ নারায়ণ , নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না । তাই গার্হস্থ্য ধর্মের এত মাহাত্ম্য । আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিলাইতে হইবে । স্ত্রী - পুত্রের দ্বারা প্রথম প্রাণে
সে বীজ উপ্ত হয় , পরে বিশ্বের কীট - পতঙ্গে সম প্রাণতা আইসে । তখন ভগবান্ যাচিয়া দয়া করিয়া থাকেন , নতুবা , মুখের প্রার্থনায় তাঁহার সিংহাসন টলে না । আশীর্বাদ করি , তােমাদের প্রাণের দ্বার খুলিয়া যাউক , আত্মসত্তা বিশ্বসত্তায় পরিণত হউক । তােমরা বিশ্বের মঙ্গলে বিশ্বের সেবায় আত্মহারা পাগলহারা হইয়া যাও ।
Joy guru
আমি কি চাই 4
আমি কি চাই
4
4
Joy guru |
আমি চাই - - - ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে — এদের মধ্যে সেই ঋষি যুগের মহান্ আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে , সেযুগের ঋষিদের মত মানব - জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপজ্ঞান দান করতে । আমাদের সঙ্ঘের | এই উদ্দেশ্য ।
Joy guru
Joy guru
আমি কি চাই 2
আমি কি চাই
2
Joy guru |
তােমরা আপন ভুলিয়া প্রেম - ভক্তিতে হৃদয় পূর্ণ কর , গুরুর উপদেশ মত চরিত্র - গঠন কর ,
সংযত হত , পৃথিবীর নর-নারীকে ভাই-ভঙ্গী স্থানে জড়াইয়া ধর , রােগীর শুশ্রুষা কর , শোকগ্রস্তকে সান্ত্বনা প্রদান কর , দুঃখীর অশ্রু মুছাইয়া দাও , তাপিতকে বুকে কর , পাপীকে ঘৃণা না করিয়া তােমাদের প্রেমজলে তাহাদের পাপ - ময়লা ধুইয়া দাও । স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও - — ইহাই ধর্ম । | নতুবা চোখ - কান বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না , উহা জড়ের সাধনা মাত্র । | যে জীবকে কৃপা করিতে শিখে নাই , সে ভগবানের কৃপা পাইবে কিরূপে ? যে অন্যকে ক্ষমা করিতে জানে না , সে ভগবানের নিকট ক্ষমা পাইবার । যােগ্য নহে । যে জগৎকে ভালবাসিতে পারে না ,
সে ভগবানের ভালবাসা আশাও করিতে পারে । - না !
আমি কি চাই 1
আমি কি চাই
ভারতবর্ষ ধর্মের দেশ । তােমর ধর্মে উন্নত হও , জগতে তােমরা গুরুর স্থান অধিকার কর ।
পাশ্চাত্য জগৎ ঐহিক উন্নতি করছে ।
তােমরা তাদের সঙ্গে নিজ নিজ সম্পদ আদান - প্রদান কর ।
আমি কি চাই
আমি কি চাই
তোদের কাছে আমি কিছুই চাই না ।
কেবল তােদের একটু হাসিমুখ দেখতে চাই ।
তােরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়।
| প্রত্যেকেই যদি বাজে জিনিষ দিয়ে
তোদের হৃদয় পুরে রাখিস্ তবে আমি
বসব কোথায় ?
আমার জন্য একটু জায়গা রাখিস্
Joy guru
Subscribe to:
Posts (Atom)
About
Pages
Need anything? Search here.
Powered by Blogger.