Adsence

thumbnail

আমি কি চাই 9

আমি কি চাই
9
Joy guru

বৎস ! তােরাই এখন আমার আশা ভরসা স্থল । তােরা যে কয়জন যুবকশিষ্য আছিস , আমি সতৃষ্ণ নয়নে তােদের ভবিষ্য - জীবনের প্রতি চাহিয়া আছি । এখনও সংসারের আবিলতা তাদের কোমল প্রাণকে কলুষিত করিতে পারে নাই । কিন্তু যে সময় মানুষ পশুতে কিম্বা দেবত্বে উন্নীত হয় , সেই সর্বনেশে সন্ধিকালে তোরা দণ্ডায়মান । এই সময় সাহস ও দৃঢ় অধ্যবসায়ের । সহিত আসক্তি - কণ্টকপূর্ণ বাধা - বিপ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরূপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা - জীবন বজ্রাহত তরুর ন্যায় যাপন করিতে হইবে । আমি তােদের প্রত্যেককে আদর্শ মনুষ্যরূপে দেখিতে চাই । মনুষ্যত্বলাভের প্রকৃত ও অকপট ইচ্ছা থাকিলে ভগবান তােমার সহায় — ধ্রুব সত্য । কোন কার্যে তােদের ঔদ্ধত্য বা অমানুষত্ব প্রকাশ পাইলে তােদের গুরুরই কলঙ্ক বিঘােষিত হইবে । আত্ম কর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবনির্ভরতা অবলম্বন করিবে । গুরু - নারায়ণজ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে ।
thumbnail

আমি কি চাই 8

আমিআমি কি চাই 
8
Joy guru

যাহাতে আমার উদ্দেশ্যমত শ্রীশ্রীজগদগুরুর পূজা , সনাতন ধর্ম - প্রচার , সৎশিক্ষা বিস্তার ও আর্ত - ক্লিষ্ট রুগ্ন দরিদ্র - নারায়ণের সেবা হয় সেই সম্বন্ধে তােমরা বিশেষ যত্নবান হইবে । তজ্জন্য আবশ্যকমত গৃহনির্মাণ , পুষ্করিণী খনন , ঋষি
বিদ্যালয় স্থাপন , সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন স্থানে নূতন শাখশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি যাবতীয় কাৰ্য করিতে পারিবে । ।
thumbnail

আমি কি চাই 6

আমি কি চাই 
6
Joy guru

আত্মজ্ঞানে কিম্বা নারায়ণজ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও , পরের উপকার করিতে কুষ্ঠিত হইও না। এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে
আধ্যাত্মিক শক্তি লাভ হয় না । জীবসেবাই কলির একমাত্র ধর্ম ।
thumbnail

আমি কি চাই 5

আমি কি চাই
5

নরই সাক্ষাৎ নারায়ণ , নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না । তাই গার্হস্থ্য ধর্মের এত মাহাত্ম্য । আপন প্রাণকে বিশ্বপ্রাণের সহিত মিলাইতে হইবে । স্ত্রী - পুত্রের দ্বারা প্রথম প্রাণে
 সে বীজ উপ্ত হয় , পরে বিশ্বের কীট - পতঙ্গে সম  প্রাণতা আইসে । তখন ভগবান্ যাচিয়া দয়া করিয়া থাকেন , নতুবা , মুখের প্রার্থনায় তাঁহার সিংহাসন টলে না । আশীর্বাদ করি , তােমাদের প্রাণের দ্বার খুলিয়া যাউক , আত্মসত্তা বিশ্বসত্তায় পরিণত হউক । তােমরা বিশ্বের মঙ্গলে বিশ্বের  সেবায় আত্মহারা পাগলহারা হইয়া যাও ।

Joy guru
thumbnail

আমি কি চাই 4

আমি কি চাই
4
Joy guru

আমি চাই - - - ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে — এদের মধ্যে সেই ঋষি যুগের মহান্ আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে , সেযুগের ঋষিদের মত মানব - জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপজ্ঞান দান করতে । আমাদের সঙ্ঘের | এই উদ্দেশ্য ।
Joy guru
thumbnail

আমি কি চাই 2

আমি কি চাই
2
Joy guru

তােমরা আপন ভুলিয়া প্রেম - ভক্তিতে হৃদয় পূর্ণ কর , গুরুর উপদেশ মত চরিত্র - গঠন কর ,
সংযত হত , পৃথিবীর নর-নারীকে ভাই-ভঙ্গী স্থানে জড়াইয়া ধর , রােগীর শুশ্রুষা কর , শোকগ্রস্তকে সান্ত্বনা প্রদান কর , দুঃখীর অশ্রু মুছাইয়া দাও , তাপিতকে বুকে কর , পাপীকে ঘৃণা না করিয়া তােমাদের প্রেমজলে তাহাদের পাপ - ময়লা ধুইয়া দাও । স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও - — ইহাই ধর্ম । | নতুবা চোখ - কান বুজিয়া জপ তপ করিলে ভগবানের কৃপা হয় না , উহা জড়ের সাধনা মাত্র । | যে জীবকে কৃপা করিতে শিখে নাই , সে ভগবানের কৃপা পাইবে কিরূপে ? যে অন্যকে ক্ষমা করিতে জানে না , সে ভগবানের নিকট ক্ষমা পাইবার । যােগ্য নহে । যে জগৎকে ভালবাসিতে পারে না ,
সে ভগবানের ভালবাসা আশাও করিতে পারে । - না !
thumbnail

আমি কি চাই 1

আমি কি চাই 

ভারতবর্ষ ধর্মের দেশ । তােমর ধর্মে উন্নত হও , জগতে তােমরা গুরুর স্থান অধিকার কর ।
 পাশ্চাত্য জগৎ ঐহিক উন্নতি করছে ।
  তােমরা তাদের সঙ্গে নিজ নিজ সম্পদ আদান - প্রদান কর ।




thumbnail

আমি কি চাই

আমি কি চাই 


তোদের কাছে আমি কিছুই চাই না ।
 কেবল তােদের একটু হাসিমুখ দেখতে চাই ।
  তােরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়।
   | প্রত্যেকেই যদি বাজে জিনিষ দিয়ে 
   তোদের হৃদয় পুরে রাখিস্ তবে আমি
   বসব কোথায় ?
   আমার জন্য একটু জায়গা রাখিস্

Joy guru


About

Pages

Need anything? Search here.

Powered by Blogger.