আমি কি চাই
তোদের কাছে আমি কিছুই চাই না ।
কেবল তােদের একটু হাসিমুখ দেখতে চাই ।
তােরা মুখ ভার করে থাকলে আমার বুক ফেটে যায়।
| প্রত্যেকেই যদি বাজে জিনিষ দিয়ে
তোদের হৃদয় পুরে রাখিস্ তবে আমি
বসব কোথায় ?
আমার জন্য একটু জায়গা রাখিস্
Joy guru
No Comments